শয়তানের গর্ত

Devil's kettle

ইউটিউবের রহস্য রোমাঞ্চ ভিডিওগুলো যারা দেখেছেন, এই শন্দগুলো একবার হলেও শুনেছেন নিশ্চয়ই।

Devil's kettle.

"একটি প্রবাহমান ঝর্ণা। ভাগ হয়েছে দুটো প্রবাহে। যার একটি সাধারণভাবেই নিচে পড়ে, আর অন্য প্রবাহটি পতিত হয় একটি গর্তে। সেই গর্তে পড়া পানিগুলো গায়েব হয়ে যায়। কোথায় যায় কেউ জানে না। গর্তে কোনো জিনিস ফেললে সেটাও গায়েব হয়ে যায়। আজও এই রহস্য ভেদ করা সম্ভব হয়নি। বিজ্ঞানী এবং গবেষকরা অনেক অনুসন্ধান ও গবেষণা করে বের করার চেষ্টা করেছেন পানি ও অন্যান্য বস্তু কোথায় যায়, কিন্তু কেউ তা বের করতে পারেন নি। ফলে তা আজও রহস্যই রয়ে গেছে।"

বর্ণিত কাহিনী ঠিক এরকম। 

আসলেই কি তাই? বিশ্লেষণে আসা যাক।

ঝর্ণাটি যুক্তরাস্ট্রের Minnesota রাজ্যের Judge C. R. Magney State park এ অবস্থিত। Brule নদী থেকে এর উৎপত্তি।
ঝর্ণার পশ্চিম দিকের প্রবাহটি নিরন্তর ঐ গর্তের মধ্যে পড়ছে।
এখানে ঘুরতে আসা লোকেরা এর মধ্যে নানান জিনিস ফেলে দেখেছে সেগুলো আর বেরিয়ে আসে না। কোথাও হারিয়ে যায়। ফলে ঝর্ণাটিকে ঘিরে তৈরি হয়েছে ধূম্রজাল।
মানুষ মনে করতে থাকে এখানকার পানি বা এখানে ফেলা যেকোনো বস্তুই গায়েব হয়ে যায়।

এই ধারণা ভুল। পানি বা অন্যান্য যেকোনো কিছুই এখানে হারিয়ে যায় না।

University of Minnesota ও Minnesota Department of Natural Resources (DNR) এর গবেষকরা এই ঝর্ণার ব্যাখ্যা দিয়েছেন।

Devill's kettle ঝর্ণাটির উৎপত্তি Brule নদীর উপরিভাগে। এর উপর দিয়ে যেমন পানি প্রবাহিত হয়, তেমনি নিচ দিয়েও প্রবাহিত হয়। ওই গর্তের মধ্যে পড়া পানিগুলো নদীর মূল প্রবাহের সাথেই মিশে যায়।
DNR এর বিশেষজ্ঞগণ ২০১৭ সালে ঝর্ণার উপরের ও নিচের পানিপ্রবাহ পরিমাপ করে এটি নিশ্চিত করেন। দুটি পরিমাপেই রিডিং একই বেরোয়। অর্থাৎ পানি কোথাও গায়েব হয়ে যায়নি। এ থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় যে, সেখানে পানি হারিয়ে যাওয়ার মত কোনো ব্যাপার নেই।

তাহলে সেখানে ফেলা কোনো বস্তু কিংবা ঝর্ণার পানি কোথায় যায়?

ঝর্ণাটির নিচে তৈরি হয়েছে একটি Plunge pool । Plunge pool এমন একটি সিস্টেম, যা ঝর্ণার প্রবল প্রবাহের ফলে তৈরি হয়। মাটির নিচে অনেকটা পাশাপাশিভাবে গর্তের মত সৃষ্টি হয়।

Devil's Kettle এর নিচে রয়েছে এমন একটি plunge pool. রিসার্কুলেশনের ফলে সেখানে ফেলা সমস্ত বস্তুকেই সেই plunge pool ধারণ করতে পারে যতক্ষণ না সেগুলো আবার নদীতে চলে যায়। অনেক বস্তুই সেখানে প্রবল ঘূর্ণিপ্রবাহের কারণে পাথরের সাথে ধাক্কা খেয়ে চূর্ণ হয়ে যায়। সবশেষে সেগুলো মূল স্রোতের সাথে আবার নদীতেই ফিরে যায়।

অতএব,
পানি কোথাও গায়েব হয়ে যায় না। নদীতেই ফিরে আসে।

Devil's Kettle ইন্টারনেটে প্রচলিত রহস্যগুলোর মধ্যে বিখ্যাত একটি। যদিও এটি আর রহস্য নেই, তবুও একে ঘিরে নানান গুজব এখনও রটে চলেছে। অনেকেই সেগুলো যাচাই না করে বিশ্বাস করে নেয়। 
আমাদের উচিত যেকোনো রহস্য সম্পর্কে শোনার পর অনুসন্ধান করা। কোনো রহস্যই আসলে রহস্য নয়, বরং তার প্রত্যেকটির পেছনে থাকে সুস্পষ্ট ব্যাখ্যা। 


References-



Post a Comment

Previous Post Next Post