241543903
সাধারণ ৯ ডিজিটের একটা সংখ্যা।
কারো ফোন নাম্বার না। বাড়ি, গাড়ি কিংবা ব্যাংক অ্যাকাউন্টেরও না।
তবে তাৎপর্যপূর্ণ একটি সংখ্যা।
এই সংখ্যাটি লিখে গুগলে সার্চ করলে অদ্ভূত কিছু ছবি আসে। ছবিগুলোতে দেখা যায়, কিছু লোক তাদের মাথা ফ্রিজারের ভেতরে ঢুকিয়ে বসে আছেন।
কারা এরা? ফ্রিজের মধ্যে মাথা ঢুকিয়ে কী করছে? কেনই বা করছে? এই সংখ্যার সাথে ছবিগুলোর সম্পর্কই বা কী?
নাম্বারটি লিখে সার্চ করলে কেন আসে এই ছবিগুলো?
এমন নানাবিধ প্রশ্ন নিশ্চয়ই জেগে উঠবে প্রথমবার এই বিষয়ে জানার পর।
এর পেছনে রয়েছে এক মজার কাহিনী।
241543903 -র গল্পের শুরুটা হয়েছিল ২০০৯ সালে। এই সংখ্যটি এসেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Tumblr থেকে।
ডেভিড হারবিট নামের এক ভদ্রলোক প্রথম ফ্রিজারে মাথা ঢোকানো অবস্থায় 241543903 ক্যাপশনে লিখে একটি ছবি প্রকাশ করেন।
এর কিছুদিন পরে Tumblr এ একটি পোস্ট আসে।
ওই পোস্টে এরকম নির্দেশনা দেওয়া ছিল-
"Take a photograph of your head inside a freezer. Upload the photo to Internet. Tag the file with 241543903. The idea is that if you search for this cryptic tag, All the photos of heads in the freezers will appear. I just did one."
অনেকটা এখনকার ফেসবুকে যেমন বিভিন্ন হ্যাশট্যাগের চ্যালেঞ্জ চলছে, ঠিক তেমনই।
ব্যাস,
সবার মধ্যে এমন ছবি দেওয়ার বাতিক শুরু হয়। ফ্রিজারে মাথা ঢুকিয়ে ছবি দিতে থাকে সবাই। আর ট্যাগে লিখে দেয় এই সংখ্যা। পরবর্তীতে এটি ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ছড়িয়ে পড়ে, তুমুল জনপ্রিয় হয়ে উঠে।
উদ্দেশ্য ছিল, এই ছবিগুলোকে গুগলের টপ রেজাল্ট বানানো। কোথাও এই সংখ্যাটি লিখে সার্চ করলে যেন ফ্রিজের ভেতর মাথা ঢোকানো এমন অসংখ্য ছবি আসতে থাকে।
সবাই একে একটা মিমের মতই নেয়, ব্যাপারটিকে জনপ্রিয় করে তোলে। ফলাফল, এই সংখ্যাটি গুগলে লিখে সার্চ করলে ফ্রিজে মাথা ঢোকানো হাস্যকর সব ছবি আসতে থাকে।
আজকাল বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায়শই এই ধরনের ট্যাগ চালু হতে দেখা যায়।
গুগলে ইডিয়ট লিখলে ডোনাল্ড ট্রাম্পের ছবি আসা কিংবা বেস্ট টয়লেট পেপার ইন দ্য ওয়ার্ল্ড লিখলে পাকিস্তানের পতাকার ছবি আসা- এগুলো সব এমন ঘটনারই ফলাফল।
গুগলের কোনো দোষ নেই এতে। যে রেজাল্ট এই সার্চে পপুলার, গুগল সেটাই দেখায় ইউজারদের। এমন টপ রেজাল্টগুলো দেখানোর ফলে ইতপূর্বে বহু হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়েছে।
তাই এসব কী-ওয়ার্ড গুগলে লিখে নানা অদ্ভূত ছবি পেয়ে এক্সাইটেড হওয়ার কিছু নেই। এগুলো অস্বাভাবিক কিছু না।
References-
Tags:
প্রযুক্তি